ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন ঘোষণার পরই জাহাজে ড্রোন হামলা চালাল হুতিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ১৮ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র হুতি বিদ্রোহীদের বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন অ্যাখ্যা দিলেও লোহিত সাগরে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের এ গোষ্ঠিটি। এরইমধ্যে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও হুতি বিদ্রোহীরা। 

স্থানীয় সময় বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেন। 

তিনি জানান, এর আওতায় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হুতিদের তহবিল জব্দ করা হবে ও এই গোষ্ঠীর সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হবে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। 

তবে এ ঘোষণার পরই লোহিত সাগরে মার্কিন মালিকাধীন পণ্যবাহী কার্গো জাহাজে ড্রোন হামলা চালায় হুতিরা। কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি। 

পাল্টা জবাবে ইয়েমেনে হুতিদের ১৪টি মিসাইল লানচারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ফ্লোরিডার সাবমেরিন থেকে এই হামলা চালানো হয়। 

এ নিয়ে চলতি সপ্তাহে চতুর্থ দফায় হুতিদের স্থাপনায় হামলা চালালো যুক্তরাষ্ট্র। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি