ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হামাসের শর্ত মানতে রাজি নন নেতানিয়াহু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২২ জানুয়ারি ২০২৪

গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে হামাসের শর্ত মানতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 

এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, জিম্মিদের মুক্তির জন্য হামাস যুদ্ধ শেষ, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও হামাসের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার যে শর্ত দিয়েছে তা মানা সম্ভব নয়। 

প্রতিক্রিয়ায় হামাস জানায়, চুক্তি প্রত্যাখানের মধ্য দিয়ে তাদের হাতে জিম্মি ১৩০ ইসরায়েলির ফিরিয়ে আনার আর সুযোগ রইলো না। 

এদিকে খান ইউনিসসহ দক্ষিণ ও উত্তর গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১৭৮ ফিলিস্তিনি। গেল ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ১শ’। 

মার্কিন গোয়েন্দারা বলছে, গেল তিন মাসে ইসরায়েলি অভিযানে মাত্র ২০ থেকে ৩০ শতাংশ যোদ্ধা হারিয়েছে হামাস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি