ইউক্রেনের বন্দিদের নিয়ে রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অন্তত ৬৫
প্রকাশিত : ১৮:৪১, ২৪ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৮:৪৭, ২৪ জানুয়ারি ২০২৪
ইউক্রেন সীমান্তের কাছে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের বহনকারী রুশ ইউশিন আইএল-৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। আজ বুধবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ।
আরআইএর প্রতিবেদনে বলা হয়, বিমানটিতে ৬৫ জন ইউক্রেনীয় সেনার সঙ্গে ছিলেন আরো ৯ জন।
এদের মধ্যে ছয়জন ছিলেন ক্রু। বন্দি বিনিময়ের অংশ হিসেবে সেনাদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি করেছে ক্রেমলিন। তবে আরোহীদের সম্পর্কে আর কোনো তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি।
রুশ নিরাপত্তা পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট চ্যানেল বাজা তাদের টেলিগ্রাম প্ল্যাটফরমে এ সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করে।
সেখানে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান খাড়াভাবে আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরই তৈরি হয় আগুনের বিশাল কুণ্ডলী।
বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, শহরের উত্তর-পূর্বে কোরোচানস্কি নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে এবং তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
তদন্তকারী এবং উদ্ধারকর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
ক্রেমলিন পরিস্থিতি খতিয়ে দেখছে বলে সাংবাদিকদের জানিয়েছে।
আইএল-৭৬ বিমানটি তৈরি করা হয়েছে মূলত সেনা, কার্গো, সামরিক সরঞ্জাম এবং অস্ত্র পরিবহনের জন্য। বিমানটিতে সাধারণত পাঁচজন ক্রু থাকেন এবং এটি সর্বোচ্চ ৯০ জন যাত্রী বহন করতে পারে।
ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলটি সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি আক্রমণের শিকার হয়েছে।
এর মধ্যে গত ডিসেম্বরে ক্ষেপণাস্ত্র হামলাও রয়েছে—যেখানে নিহত হয়েছিল ২৫ জন।
কেআই//
আরও পড়ুন