ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ক্যারলের মামলায় ট্রাম্পকে ৮৩.৩ মিলিয়ন ডলার জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ২৭ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে ম্যানহাটনের একটি ফেডারেল আদালত।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটান ফেডারেল আদালত রায় ঘোষণা করেন। সাত জন পুরুষ বিচারক ও দু’জন নারী বিচারকের সমন্বয়ে গঠিত আদালত বেঞ্চ এই রায় দেন।

লেখিকা ই জ্যাঁ ক্যারলের বিরুদ্ধে ২০১৯ সালে অবমাননাকর মন্তব্য করায় এই ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ক্যারল নিজেই বাদি হয়ে মামলাটি করেছিলেন। 
 
আদালত ক্ষতিপূরণ হিসেবে দেয়া ১৮ দশমিক ৩ মিলিয়ন ডলারের ১১ মিলিয়ন ডলার ক্যারলের সুনাম পুনরুদ্ধার কার্যক্রমে ব্যয় হবে। আর ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার ট্রাম্পের ২০১৯ সালে করা প্রকাশ্য মন্তব্যের মাধ্যমে মানসিক ক্ষতির জন্য দিতে হবে। 

ক্যারল তার প্রাথমিক মামলায় যত অর্থ চেয়েছিলেন তার চেয়ে আটগুণের বেশি অর্থ দেয়া হয়েছে। 

তবে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানা গেছে। ট্রাম্পের আইনজীবী অ্যালিনা হাব্বা আদালতের বাইরে বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি