ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের নির্বাচন কমিশন কার্যালয়ে বোমা হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২৪

পাকিস্তানের করাচিতে নির্বাচন কমিশন কার্যালয় চত্বরে বোমা হামলা হয়েছে। হামলায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর ডনের।

পুলিশের উপ-মহাপরিদর্শক সৈয়দ আসাদ রাজা বলেছেন, কিছু সন্ত্রাসী অফিসের পার্কিং এলাকায় বিস্ফোরক দ্রব্য সম্বলিত একটি প্লাস্টিকের ব্যাগ রেখেছিল। পরে, গাড়ি পরিষ্কারের দায়িত্বে থাকা একজন কর্মী এটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের জানায়। 

পুলিশ বলছে, বোমাটির ওজন প্রায় ৪শ’ গ্রাম এবং এটি একটি টাইম ডিভাইসের সাথে সংযুক্ত ছিল। 

এদিকে, পুরো এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। জনসাধারণকে অন্য পথে চলাচলের জন্য নির্দেশ দেয়া হয়েছে। 

নির্বাচন ঘিরে এরইমধ্যে উত্তাপ শুরু হয়েছে দেশটিতে। বিভিন্ন শহরে সহিংসতার ঘটনাও ঘটছে। জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি