ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মধ্যপ্রাচ্যে মার্কিন হামলায় বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১১:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২৪

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার অনুরোধে সোমবার স্থানীয় সময় বিকাল চারটায় বৈঠকটি বসবে বলে কূটনৈতিক সূত্রসমূহ জানিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৪১ জন আহত হয়। ওই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করছে ওয়াশিংটন।

এর প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট ৮৫টির বেশি লক্ষ্যে একযোগে এ বিমান হামলা চালায়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি