ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ইউক্রেনে রাশিয়া পরাজিত হতে পারে না : পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৪

প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বিতর্কিত ডানপন্থী সাংবাদিক টুকার কার্লসনের সাথে এক সাক্ষাতকারে বলেছেন, পশ্চিমাবিশ্বের বোঝা উচিত ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করা ‘অসম্ভব’। সাক্ষাতকারটি বৃহস্পতিবার প্রকাশিত হয়। খবর এএফপি’র।

ফক্স নিউজের সাবেক মালিকের সাথে দুই ঘণ্টার এক সাক্ষাতকারে পুতিন আরো বলেন, ওয়াল স্ট্রিট জার্নালের কারাবন্দী রিপোর্টার ইভান গারশকোভিচের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দুই বছর পূর্তির প্রাক্কালে তিনি এই সাক্ষাতকার দেন।

তিনি বলেন, ‘নির্দিষ্ট কিছু শর্তাবলীর আওতায় বিশেষ সার্ভিস চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হচ্ছে। সাক্ষাতকারের সময় তিনি জোর দিয়ে বলেন, এই প্রতিবেদক হচ্ছেন একজন গুপ্তচর। এই সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ার এমন অভিযোগ ওয়াল স্ট্রিট জার্নাল এবং মার্কিন সরকার একেবারে নাকচ করে দিয়েছে।

২০১৯ সালের পর পশ্চিমা গণমাধ্যমের কোন সাংবাদিককে দেওয়া এটি ছিল পুতিনের প্রথম সাক্ষাতকার।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে হোয়াইট হাউসের প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কার্লসন কিছু কঠিন প্রশ্ন জানতে চাইলে তিনি বেশিরভাগই মনোযোগ দিয়ে শোনেন। এই সময় ক্রেমলিনের নেতা তাকে রাশিয়ার ইতিহাস সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির উপর বক্তব্য দেন। পুতিন বক্তৃতায় বলেন, রাশিয়া বারবার পশ্চিমা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে।

পুতিন বক্তব্যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর ক্ষেত্রে তার সিদ্ধান্তের পক্ষে নানা যুক্তি তুলে ধরে বলেন, এখন পশ্চিমারা বুঝতে পেরেছে যে, ইউক্রেনে মার্কিন, ইউরোপীয় এবং ন্যাটোর সহায়তা সত্ত্বেও সেখানে রাশিয়া পরাজিত হবে না।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি