ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাভালনির মৃত্যুতে পুতিনকে দায়ী করলেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

পুতিনের কড়া সমালোচক রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করেছেন তিনি। 

বাইডেন বলেন, নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে এর পরিণতি ভোগ করতে হবে। 

কারাগারে নাভালনির চিকিৎসা ও বসবাসে কোনো সমস্যা ছিল না বলেই জানিয়েছে রাশিয়া। তবে কিভাবে তার মৃত্যু হলো- প্রশ্ন তোলেন বাইডেন।

এদিকে ইউক্রেনের দাবি, নাভালনিকে হত্যা করা হয়েছে। 

তবে রুশ কারা কর্তৃপক্ষ বলছে, হাঁটতে বের হয়ে মারা গেছেন নাভালনি। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি বলে জানায় কর্তৃপক্ষ। 

মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে রাশিয়া।

পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন নাভালনি। বর্তমানে তিনি ইয়ামালো কারাগারে ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। মৃত্যুকালে এই নেতার বয়স হয়েছিল ৪৭ বছর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি