ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

গাজায় সাহায্যের প্রবাহ বাড়ানোর আহ্বান কমলা হ্যারিসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ৪ মার্চ ২০২৪

গাজায় উল্লেখযোগ্য সাহায্যের প্রবাহ বাড়ানোর আহবান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খাদ্য সংকটের চরম মুহূর্তেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে বিমান হামলা কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সাংবাদিকদের সাথে আলাপে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, গাজায় খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। অন্তত ছয় সপ্তাহের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদও দেন কমলা হ্যারিস। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে খাবারের ব্যাপক সংকট থাকা সত্ত্বেও সেখানে সরবরাহ করা যাচ্ছে না। তল্লাশি কেন্দ্রগুলোতে বিলম্বের ফলে সেখানে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছে সংস্থাটি। 

এর আগে, তিনটি সামরিক বিমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ৩০ হাজারেরও বেশি মানুষের খাবার পাঠালেও তা পর্যাপ্ত নয় বলে দাবি গাজাবাসীর।

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের উত্তরে জাবালিয়া শরণার্থী শিবির এবং সাফতাউই এলাকায় দুটি বাড়ি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। হামলার পর ২০ জনের মৃতদেহ উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইসরায়েলের আক্রমণের ফলে গাজায় এখন পর্যন্ত ৩০ হাজার ৪১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭১ হাজার ৭০০ জন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি