ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাশিয়ার কাছে ‘মাথা নত না করার’ প্রতিশ্রুতি বাইডেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ৮ মার্চ ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের কাছে ‘মাথা নত’ করবেন না। 

স্থানীয় সময় বৃহস্পতিবার স্টেট অব দ্য ইউনিয়নে তার ভাষণের শুরুতেই তিনি প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে এ কথা বলেন। খবর এএফপি’র।

বাইডেন যৌথ অধিবেশনে বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট আমার পূর্বসূরি পুতিনকে বলেছেন, ‘আপনি যা খুশি করেন।’

তবে বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের কাছে ‘আমি মাথা নত করব না।’

তিনি আরও বলেন, ‘আক্ষরিক অর্থে তা ইতিহাস দেখছে।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি