ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ৯ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মার্কিন সৈন্য এবং একজন সীমান্ত এজেন্ট নিহত হয়েছে। 

শুক্রবার এই ঘটনা বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর এএফপি’র।

জয়েন্ট টাস্ক ফোর্স নর্থ (জেটিএফ-এন) এক বিবৃতিতে বলেছে, ‘ফেডারেল সাউথওয়েস্ট বর্ডার সার্পোট মিশনে নিযুক্ত একটি ইউএইচ-৭২ লাকোটা হেলিকপ্টার টেক্সাসের রিও গ্র্যান্ড সিটির কাছে বিধ্বস্ত হয়।’

আরও বলা হয়, এ হেলিকপ্টার দুর্ঘটনায় দুই মার্কিন সৈন্য এবং একজন বর্ডার টহল এজেন্ট নিহত এবং এক সৈন্য আহত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

জেটিএফ-এন জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকাল ২টা ৫০মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ম্যাকঅ্যালেন নগরীর প্রায় ৩০ মাইল (৪৮ কিলোমিটার) পশ্চিমে টেক্সাসের লা গ্রুলা শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি