ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ত্রাণ নিয়ে গাজা উপকূলে পৌঁছেছে ওপেন আর্মস জাহাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১৬ মার্চ ২০২৪

ত্রাণ সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজা উপকূলে পৌঁছেছে ওপেন আর্মস নামের একটি জাহাজ। গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর এটিই গাজায় যাওয়া প্রথম ত্রাণবাহী জাহাজ।

সাইপ্রাস থেকে যাত্রা শুরুর তিন দিন পর জাহাজটি গাজা উপকূলে পৌঁছে। জাহাজটিতে ২শ’ টন খাদ্য রয়েছে। 
জাহাজটি উপকূলে দেখার পর ত্রাণ পাওয়ার আশায় কিছু মানুষ তীরে জড় হয়েছেন। 

স্প্যানিশ দাতব্য সংস্থা ‘ওপেন আর্মস’ এই ত্রাণবাহী জাহাজটি পরিচালনা করছে। দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন একটি অস্থায়ী জেটি থেকে জাহাজের ত্রাণ বিতরণ করবে। 

গাজায় সমুদ্রপথে ত্রাণ সহায়তা পাঠাতে অস্থায়ী বন্দর নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। অস্থায়ী বন্দর নির্মাণের সরঞ্জাম নিয়ে গাজার উদ্দেশে রওয়ানা দিয়েছে কয়েকটি জাহাজ।

এদিকে, উত্তর গাজার একটি হাসপাতালের জরুরি পরিষেবার পরিচালক মোহাম্মদ ঘুরাব এএফপি’কে বলেন, একটি খাবারের ট্রাকের জন্য গোলচত্বরে অপেক্ষামান লোকজনের ওপর ‘দখলদার বাহিনীর সরাসরি গুলি’ চালিয়েছে।  

ঘটনাস্থলে এএফপি’র একজন সাংবাদিক বেশ কয়েকটি মৃতদেহ এবং গুলিবিদ্ধ লোকজন দেখতে পান।

ইসরায়েলি সামরিক বাহিনী সাহায্যের অপেক্ষায় থাকা গাজাবাসীদের ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে।
এটি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘ইসরায়েলি বাহিনী একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কয়েক ডজন গাজাবাসীকে আক্রমণ করেছে বলে রিপোর্টগুলো ভুল।’

এদিকে, জাতিসংঘের সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি