ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

সমঝোতা ছাড়া একজন বন্দীকেও মুক্তি দেবে না হামাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ১৭ মার্চ ২০২৪

ইসরাইলের সঙ্গে দ্বিতীয় ধাপ-সংবলিত সমঝোতা ছাড়া তারা একজন পণবন্দীকেও মুক্তি দেবে না বলে জানিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে। ওই কর্মকর্তা বলেন, দ্বিতীয় ধাপে অবশ্যই বৈরিতার অবসান থাকতে হবে। 

এদিকে, গাজায় ইসরায়েলি সাঁজোয়া যানে হামলা চালিয়েছে হামাস। হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডের প্রকাশিত ভিডিওতে ইসরায়েলি সামরিক বাহিনীর একাধিক যানে হামলার দৃশ্য দেখা গেছে। 

এতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা মধ্য গাজার আল-জাহরা এলাকায় ট্যাংক ও সেনাবাহী রণতরীতে হামলা চালাচ্ছে। 

অন্যদিকে, ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের সর্বশেষ প্রতিবেদনে গাজা উপত্যকা জুড়ে স্থল লড়াই অব্যাহত থাকার তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে  বলা হয়, অবরুদ্ধ ছিটমহলের উত্তর ও মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর নাহাল ব্রিগেড অভিযান অব্যাহত রেখেছে। 

ইসরায়েলি বাহিনী গাজার মাঝখানে নির্মিত একটি করিডোর থেকে অভিযান শুরু করে যা উত্তরে চলাচলে সীমাবদ্ধ করে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি