ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ১৭ মার্চ ২০২৪ | আপডেট: ১৭:৪৭, ১৭ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, কেনেডি রিক্রিয়েশন সেন্টারের কাছে নর্থওয়েস্টের সেভেনথ অ্যান্ড পি স্ট্রিটের সংযোগস্থলের কাছে স্থানীয় সময় ভোর ৩টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

মেট্রোপলিটন পুলিশের নির্বাহী সহকারী প্রধান জেফরি ক্যারল এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পর কাউকে গ্রেপ্তার বা সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি পুলিশ। ক্যারল বলেন, এ ঘটনা সম্পর্কিত কোনো তথ্য থাকলে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে আমরা অনুরোধ করছি।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি