ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গাজায় ২ হাজার টন খাদ্য সহায়তা পাঠাল যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ২০ মার্চ ২০২৪

যুক্তরাজ্যের অর্থায়নে দুই হাজার টনেরও বেশি খাদ্য সহায়তা জর্ডান হয়ে গাজায় পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাজ্য বলছে, বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে প্রায় দুই লাখ ৭৫ হাজার মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। আরও সাহায্য পেতে সড়কপথে টেকসই মানবিক প্রবেশাধিকার প্রয়োজন বলে মনে করে তারা। 

খাদ্যের পাশাপাশি তাঁবু এবং কম্বলও ত্রাণ হিসেবে পাঠানো হয়েছে। ইউনিসেফের মাধ্যমে এসব তাঁবু ও কম্বল বিতরণ করা হবে। 

এরআগে, জনবহুল রাফা শহরে স্থল অভিযান চালানো ভুল হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সতর্ক বার্তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, হামাস যোদ্ধারা রাফায় লুকিয়ে আছে।

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩১ হাজার হাজার ৮০০ জন। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি। এ তথ্য মঙ্গলবার নিশ্চিত করেছে অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি