ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রোজায় পাকিস্তানে গ্যাস সংকট, সেহরি-ইফতারে ভোগান্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২০ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

রোজার মধ্যে পাকিস্তানের রাজধানী করাচির বিভিন্ন এলাকায় গ্যাস থাকছে না। ঘোষণা না দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এ ঘটনায় গ্যাস সরবরাহ প্রতিষ্ঠান সুই সাউদার্ন গ্যাস কোম্পানি লিমিটেডের কঠোর সমালোচনা ও নিন্দা জানিয়েছেন জামায়াত-ই-ইসলামী (জেআই) করাচির আমীর ইঞ্জিনিয়ার হাফিজ নাঈমুর রহমান।

বুধবার এই জেআই নেতা বলছিলেন, ওই গ্যাস সরবরাহ কোম্পানি নিজেদের জারি করা লোড শেডিংয়ের শিডিউল নিজেরাই মানছে না, যেটি তাদের বড় ব্যর্থতা। বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক গ্রাহক মাঝেমধ্যেই গ্যাস পাচ্ছে না। যার ফলে তারা ব্যাপক ভোগান্তি আর মানসিক যন্ত্রণায় ভুগছেন।

রমজান মাস জুড়ে ইফতার ও সেহরিতে নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগের কথা থাকলেও সুই সাউদার্ন গ্যাস কোম্পানি রোজার প্রথম দিনেই ব্যর্থ হয়।

ট্রিবিউন ডটকম জানিয়েছে, বিষয়টিতে নজরে নিয়ে অবিলম্বে সমস্যা সমাধানে সরকার ও গ্যাস কোম্পানির প্রতি আহ্বান জানান হাফিজ নাঈমুর রহমান।

তার ভাষ্য, করাচিবাসীরা ইতোমধ্যে সরকারী নীতির ব্যর্থতার কারণে ব্যাপক আর্থিক টানাপোড়েন ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। গ্যাস সংকটে সেই পরিস্থিতিকে আরো খারাপ করছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি