ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সিন্ধুতে আইনশৃঙ্খলার অবনতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২৩ মার্চ ২০২৪ | আপডেট: ২২:৫৯, ২৩ মার্চ ২০২৪

পাকিস্তানের সিন্ধুতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ক্রমবর্ধমান অপহরণের বিরুদ্ধে আগামী ২৪ মার্চ প্রদেশজুড়ে বিক্ষোভ করবে জে সিন্ধ মাহাজ (জেএসএম)।

রোববার তান্ডো আদম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন জেএসএম চেয়ারম্যান রিয়াজ চান্দিও। ডন জানিয়েছে, ২৪ মার্চ হায়দ্রাবাদ প্রেস ক্লাবের সামনে এবং সিন্ধুর বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। সংবাদ সম্মেলনে রিয়াজ চান্দিও বলেন, সিন্ধুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে অপহরণের ঘটনা বেড়েই চলেছে। এই অবস্থানের পেছনে আফগান বা সোমালিয়ানরা নয়, গোটা সিন্ধু জুড়ে বিশেষ করে কান্ধকোট, কাশমোর, লারকানা এবং খয়েরপুরের অঞ্চলের ডাকাতদের কারণেই এমন হয়েছে।

সমালোচনা করে তিনি বলেন, “সিন্ধু সরকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। একই পরিস্থিতি সাংহার এলাকাতেও বিরাজ করছে। এর ফলে সেখানকার নাগরিক ও ব্যবসায়ী সম্প্রদায়ের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।” চান্দিওর অভিযোগ, পুলিশ আসলে রাজনৈতিক কর্মীদের পেছনে রয়েছে। যার ফলে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। ষড়যন্ত্রের মাধ্যমে সিন্ধুর হিন্দুদের অপহরণ করা হচ্ছে। ফলে অনেকে সেখান থেকে দেশান্তরিত হয়েছে। অন্যরাও এলাকা ছাড়ার চিন্তা করছে। এ রাজনৈতিক নেতার প্রশ্ন, জনগণ নিরাপদ না থাকলে সিন্ধুতে পুলিশ ও রেঞ্জার্সের জন্য কোটি কোটি টাকা খরচ করার কারণ কী। এমন অবস্থা চলতে থাকলে জনগণ বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। সংবাদ সম্মেলনে ড. খুশহাল কালানি ও পারভেজ চান্দিও উপস্থিত ছিলেন। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি