ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লেবানন থেকে অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ২৪ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

লেবানন থেকে শনিবার গভীর রাতে ইসরায়েলের অভ্যন্তরে অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, এসব ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। খবর রুশ গণমাধ্যম তাসের।

এছাড়া, ইসরায়েলে আঘাত হানা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ফাঁকা জায়গায় গিয়ে পড়েছে। এর ফলে হতাহতের কোনো ঘটেনা ঘটেনি বলে দাবি ইসরায়েলের।

এর আগে শনিবার রাতে লেবাননে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের বালবেক এলাকায় হিসবুল্লাহর অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে ইসরায়েল ওই বিমান হামলা চালায়।  

এর পর থেকেই লেবানন থেকে ইসরায়েলর উত্তরাঞ্চলে একের পর এক হামলা চালাতে থাকে হিজবুল্লাহর যোদ্ধারা। 

উল্লেখ্য, ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে প্রায়ই লেবানন থেকে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহর যোদ্ধারা।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি