ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ২৪ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

পাকিস্তানের গত ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন নিয়ে মার্কিন কংগ্রেসে উদ্বেগ প্রকাশের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলছে, এটি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আর নির্বাচনী আইন সম্পর্কে একটি ‘ভুল বোঝাবুঝির প্রতিফলন’।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ একথা বলেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও পাকিস্তান জানিয়েছে, এই ভুল বোঝাবুঝির সমাধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থপূর্ণ আলোচনায় যুক্ত হওয়ার আশা করছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সিনিয়র কর্মকর্তা গত মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে ‘নির্বাচনী আচরণের অপব্যবহার ও সহিংসতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আর নির্বাচনের পর কংগ্রেসের এক শুনানিতে ওই নির্বাচন নিয়ে উদ্বেগ জানাল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি উপকমিটির ‘পাকিস্তানের ভবিষ্যৎ গণতন্ত্র ও যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক’ শীর্ষক শুনানিতে নির্বাচনের প্রসঙ্গটি উঠে আসে।

শুনানিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডনাল্ড লু জানান, পাকিস্তানের ৮ ফেব্রুয়ারির নির্বাচনে বেশকিছু অনিয়ম খুঁজে পেয়েছে বাইডেন প্রশাসন। তিনি বলেন, নির্বাচন ঘিরে নির্বাচনী আচরণবিধি ও সহিংসতারন ঘটনাগুলো নিয়ে আমরা বিশেষ করে উদ্বিগ্ন। সন্ত্রাসী গ্রুপগুলো রাজনৈতিক নেতা, পুলিষশ ও সমাবেশের ওপর আক্রমণ চালিয়েছে। সাংবাদিকদের ওপর নিপীড়ন চালিয়েছে রাজনৈতিক নেতাকর্মীরা।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি