ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

গিলগিট বাল্টিস্তান ও কাশ্মীরের সমস্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২৫ মার্চ ২০২৪ | আপডেট: ২০:২৬, ২৫ মার্চ ২০২৪

মানবাধিকার কর্মী ও ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির (ইউকেপিএনপি) ইউরোপ জোনের তথ্য সচিব সাজিদ হুসেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ৫৫তম সভায় অংশ নিয়েছিলেন। ওই বৈঠকে হুসেইন গিলগিট বাল্টিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনগণ যে দুর্ভোগে ভুগছে, সেই প্রসঙ্গগুলো তুলে ধরেন।

তিনি বলেন, কাশ্মীরে ও গিলগিট বাল্টিস্তানে মানবাধিকার পরিস্থিতির অব্নতির বিষয়টি তারা ইউএনএইচআরসিতে তুলে ধরেছেন। জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন।

এএনআই জানিয়েছে, ওই অঞ্চলে আইন অমান্যের পাশাপাশি বিদ্যুতে অতিরিক্ত কর, প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোতে ভর্তুকি দেওয়ার দাবি এবং অভিজাত শ্রেণির বিশেষ সুবিধা বন্ধের দাবিতে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেকেজেএএসি) নেতৃত্বে আন্দোলন ও অবস্থান কর্মসূচি চলছে। এসব সমস্যার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাজিদ। তিনি জানান, এই আন্দোলনে প্রাকৃতিক সম্পদের মালিকানা ও ব্যবহার, বিশেষ করে মংলা বাঁধ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। বিদ্যুতের দাম নিয়েও বৈষম্য রয়েছে। বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে যেখানে ২.৫৯ রুপি খরচ হয়, সেখানে গিলগিট বাল্টিস্তান ও কাশ্মীরে প্রতি ইউনিট ৬০ রুপি করে নেওয়া হচ্ছে। জনগণের প্রাথমিক দাবি বিদ্যুতের দাম পুনর্বিবেচনা করা। এছাড়া ডাকাতি, সহিংসতা ও টার্গেট কিলিংয়ের ঘটনাগুলো নিয়ে ইউএনএইচআরসির বৈঠকে কথা বলেন হুসেইন। 

এএনআই

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি