ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মিয়ানমারে নির্বাচন নিয়ে জান্তা প্রধানের নতুন বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২৬ মার্চ ২০২৪

মিয়ানমারে নির্বাচন নিয়ে দেশটির সেনা সরকারের প্রধান মিন অং হ্লাইং নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তার সরকারের একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদি শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে তবেই নির্বাচন হবে।

সেই নির্বাচন দেশব্যাপী অনুষ্ঠিত না-ও হতে পারে বলে মন্তব্য করেছেন হ্লাইং। সোমবার (২৪ মার্চ) রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। খবর রয়টার্সের।

সাক্ষাৎকারে মিন অং হ্লাইং বলেছেন, দেশ যদি শান্ত এবং স্থিতিশীল হয়, তাহলেই কেবল আমাদের সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। আইন অনুযায়ী, সারাদেশে নির্বাচন না হলেও আমরা যতটুকু পারি আয়োজন করব।

২০২১ সালের ফেব্রুয়ারি অভ্যুত্থানেরি মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচি সরকার উৎখাত করে ক্ষমতা গ্রহণ করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর সেনাবাহিনীর নেতৃত্বে যে সরকার গঠন করা হয়, গত ৩ বছর ধরে সেই সরকারই দেশ শাসন করছে।

ক্ষমতা গ্রহণের ১ বছর পর নির্বাচন দেওয়ার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে তা বাস্তবায়ন করেনি জান্তা সরকার। এখন সরকার প্রধান হ্লাইং নির্বাচন নিয়ে যে কথা বলছেন, তাতে আদৌ নির্বাচন হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

কারণ নির্বাচন আয়োজনের শর্ত হিসেবে দেশে শান্তি ও স্থিতিশীলতার কথা বলেছেন। আর সেই স্থিতিশীলতা কখনও আসবে কি না তা নিয়েও সংশয় রয়েছে। ৩ বছর আগে ক্ষমতা গ্রহণের পর জান্তা সরকার এই মুহূর্তে প্রথমবারের মতো সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে। 

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি