ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

১০ দিনের মধ্যে সাড়ে ১৭ কোটি ডলার দিতে হবে ট্রাম্পকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২৬ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবসায় জালিয়াতি মামলার জরিমানা পরিশোধের নতুন সময় বেঁধে দিয়েছে আদালত। আগামী ১০ দিনের মধ্যে সাড়ে ১৭ কোটি ডলার দিতে হবে ট্রাম্পকে। 

একই সঙ্গে ট্রাম্পকে তার ব্যবসা পরিচালনা এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ারও অনুমতি দিয়েছে নিউ ইয়র্কের আপিল আদালত। 

এর আগে এই মামলায় ৪৬ কোটি ৪০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল ট্রাম্পকে। যা পরিশোধের শেষ সময় ছিল সোমবার।  কিন্তু ট্রাম্প এই মোটা অংকের অর্থ পরিশোধে অপারগতা দেখান। 

আশঙ্কা ছিল, নির্ধারিত সময়ে জরিমানার অর্থ পরিশোধ না করলে ট্রাম্পের ব্যাংক আকাউন্ট ও সম্পত্তি জব্দ হতে পারে।  কিন্তু আদালতের নতুন আদেশে কিছুটা স্বস্তি পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন অনেকটা নিশ্চিত হয়ে গেছে। রিপাবলিকান রাজনীতিতে তিনি যথেষ্ট সমর্থন পেলেও নিজের নির্বাচনী প্রচারের জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারছেন না। তার ওপর একাধিক মামলার খাড়া তার মাথার ওপর ঝুলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি