ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাফায় ইসরায়েলী অভিযানে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ২৬ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন গাজার রাফায় বড়ো ধরনের স্থল অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রীর কাছে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

এর আগে ওয়াশিংটনের উদ্বেগ নিয়ে আলোচনার জন্যে ইসরায়েল প্রতিনিধি দল পাঠাতে সম্মত হলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রমজানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি জানিয়ে যে প্রস্তাব পাশ হয়েছে তাতে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায় তেলআবিব সে সিদ্ধান্ত থেকে সরে আসে। 

তারা প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করার পর ওয়াশিংটনে ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টের সাথে বৈঠককালে ব্লিঙ্কেন রাফায় বড়ো ধরনের স্থল অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ পুর্নব্যক্ত করেন। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

বৈঠকে ব্লিঙ্কেন বৃহৎ স্থল অভিযানের বিকল্পের ওপর গুরুত্বারোপ করেন। যাতে ইসরায়েলের নিরাপত্তা ও বেসামরিক ফিলিস্তিনীদের সুরক্ষা নিশ্চিত হয়।

এদিকে, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় হতাশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল। তারা বলেছে, এটি যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান থেকে স্পষ্ট পিছু হটা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি