ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ২৮ মার্চ ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছে বাংলাদেশি তরুণ। 

স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ওজন পার্কে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, মানসিকভাবে অসুস্থ বোধ করছে ও মৃত্যু কামনা করছে এমনটা জানিয়ে ১৯ বছর বয়সী তরুণ উইন রোজারিও নিজেই তার বাসা থেকে ৯১১-এ কল করেন। দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে গেলে উইন রোজারিওকে কাঁচি হাতে ছুটে আসতে দেখে তারা গুলি করে। 

এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ।

পরিবারের দাবি, কাঁচি হাতে ছুটে আসলেও রোজারিও মা তাকে ধরেছিলেন ও বাধা দিচ্ছিলেন। মানসিক ভারসাম্যহীন জানার পরও রোজারিওকে গুলি করে হত্যায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা।  

এ নিয়ে গেল দুই মাসে নিউইয়র্কে পুলিশের গুলিতে তিনজন নিহত হলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি