ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় ফিরছে ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ৩০ মার্চ ২০২৪

যুদ্ধবিরতির আলোচনায় ফিরছে ইসরায়েল। নতুন করে আলোচনার অনুমোদনও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সংবাদমাধ্যমগুলো বলছে, কাতারের রাজধানী দোহা ও মিসরের রাজধানী কায়রোতে এই আলোচনা হবে। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে তোলা প্রস্তাব পাস হয়। সেসময় যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো না দেয়ায় ক্ষিপ্ত হয়ে নেতানিয়াহু দোহায় অবস্থানরত আলোচনাকারী দলকে ফিরিয়ে আনেন। 

এদিকে, যে কোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ঢুকবে। ইসরায়েলি বাহিনী বলছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চল ও খান ইউনিস জয়ের পর এবার দক্ষিণের রাফায় স্থল অভিযান শুরু করা হবে।

অন্যদিকে, সংকট-কবলিত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) জাপান পুনরায় অর্থায়ন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি গাজাকে প্রায় সমস্ত সাহায্যের সমন্বয় করে।

ইউএনআরডব্লিউএ’র ১৩ হাজার গাজা কর্মচারীর মধ্যে ১২ জন ৭ অক্টোবর হামাসের মারাত্মক হামলায় জড়িত ছিল বলে ইসরায়েলের অভিযোগের পর সংস্থার ষষ্ঠ বৃহত্তম অর্থায়নকারী জাপান এক ডজনেরও বেশি দেশের সাথে তাদের তহবিল স্থগিত করে। 

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া প্রশাসন ও স্বচ্ছতা জোরদার করার জন্য সংস্থার গৃহীত ব্যবস্থা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার টোকিওতে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনির সাথে দেখা করেছেন।

জাতিসংঘ সতর্ক করেছে, দুর্ভিক্ষ ‘উত্তর গাজায় বাস্তবে পরিণত হওয়ার কাছাকাছি’ এবং গাজার স্বাস্থ্য ব্যবস্থা ‘চলমান শত্রুতা এবং ত্রাণ সামগ্রী সরবরাহের সীমাবদ্ধতার কারণে’ ভেঙে পড়ছে।

যদিও  ইসরায়ের যুদ্ধের ফলে ভূখণ্ডের বেশিরভাগ অংশকে বিধ্বস্ত মরুভূমিতে পরিণত করেছে। গাজার ২৪ লাখ মানুষের ওপর অবরোধ আরোপ করেছে ইসরায়েল। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি