সিন্ধুতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ
প্রকাশিত : ২০:২৬, ৩০ মার্চ ২০২৪
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/sindu-inner-2403301426.jpg)
পাকিস্তানের সিন্ধু প্রদেশের জাম জামশোরো শহরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সিন্ধু ইউনাইটেড পার্টির কর্মীরা। জামশোরো থানার স্টেশন হাউজ অফিসার (এসএইচও) এবং শহর কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে সোমবার তারা ওই বিক্ষোভ দেখান।
ডন জানিয়েছে, এসএইচওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দলটির নেতারা তাকে বদলির দাবি জানান।
নেতারা বলেন, এসএইচও মুখতিয়ার কালহোরো রাজনৈতিক ব্যক্তিদের নির্দেশে দলীয় কর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের এবং তাদের বাড়িতে অভিযান চালাচ্ছেন।
হায়দরাবাদের আইজিপি, ডিআইজি এবং জামশোরোর এসএসপিকের কাছে মুখতিয়ারকে বরখাস্ত ও তার বিরুদ্ধে তদন্তের দাবি জানান বিক্ষোভকারীরা। একইসঙ্গে পুলিশের হাতে আটক সিন্ধু ইউনাইটেড পার্টির কর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলের দাবিও জানিয়েছেন।
কেআই//
আরও পড়ুন