ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

গাজায় নিহতের সংখ্যা ৩২ হাজার ৭শ’ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ৩১ মার্চ ২০২৪

ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় কমপক্ষে ৩২ হাজার ৭০৫ জন নিহত হয়েছেন।

শনিবার এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন এবং ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকায় মোট ৭৫ হাজার ১৯০ জন আহত হয়েছেন।

এদিকে, গাজায় অভিযান আরও জোরদার করেছে ইসরাইলি বাহিনী। শহরটির আল-শিফা হাসপাতালে ও এর আশপাশে অভিযান চালানো হচ্ছে। গাজার উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং খান ইউনিসের বিভিন্ন স্থানেও হামলা অব্যাহত রয়েছে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাফা শহরে ইসরাইলি হামলা আরও সম্প্রসারিত হবে এমন আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানকার মানুষ। তারা আশঙ্কা করছে, গাজা সিটি বা খান ইউনিসের মতো একই পরিণতি ভোগ করতে হবে রাফার মানুষদেরও। সেখানে অধিকাংশ অবকাঠামোই ধ্বংস করেছে ইসরাইল।

অপরদিকে, গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ নগরীতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সম্ভাব্য অভিযানের বিষয়ে আগামী ১ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনা হতে পারে। সিএনএন তাদের সূত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছে।

পরিবেশিত খবরে বলা হয়, আগামী ১ এপ্রিল সোমবার এই আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। এরআগে রাফাহ নিয়ে আলোচনার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়।

অন্যদিকে, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় তাদের ২৬ কর্মী নিহত হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য রয়েছেন যারা চিকিৎসা সেবা দেওয়ার সময় ইসরাইলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ইসরাইলি বাহিনীর চলমান হামলায় একটি ক্রীড়া কেন্দ্রে ১৫ জন নিহত হয়েছে। সেখানে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি