ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানে ৫ চীনা নাগরিকের মৃত্যু: বিদ্যুৎ প্রকল্পের কাজ স্থগিত ও ছাঁটাইয়ের ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২২, ১ এপ্রিল ২০২৪ | আপডেট: ০০:২৩, ১ এপ্রিল ২০২৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়ার শাংলা জেলায় আত্মঘাতী হামলায় পাঁচ চীনা নাগরিককে হত্যার পর হরিপুরে টারবেলা পঞ্চম এক্সটেনশন হাইড্রোপাওয়ার প্রকল্পে কাজ করা চীনা কোম্পানি নির্মাণ কাজ স্থগিত রেখেছে। সেইসঙ্গে ২ হাজারেরও বেশি শ্রমিককে ছাঁটাই করেছে বলে সরকারি সূত্রের বরাতে ডন জানেয়ছে। গত ২৬ মার্চ দাসু বাঁধ প্রকল্পের পাঁচ চীনা প্রকৌশলী বিশাম এলাকায় কারাকোরাম হাইওয়েতে হামলায় মারা যান। একটি বিস্ফোরক বোঝাই গাড়ি তাদের বহনকারী বাসকে গিয়ে ধাক্কা দেয়।

ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। ঘটনার পর চীনের পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশনের ব্যবস্থাপক (প্রশাসন) ১৫৩০ মেগাওয়াট টারবেলা এক্সটেনশন প্রকল্পের (টি৫) কাজ স্থগিত করার বিষয়টি অবহিত করেন। বিজ্ঞপ্তিতে আরো জানান, প্রকল্পের সকল সাইট কর্মী ও অফিস স্টাফ সদস্যদের নিরাপত্তার কারণে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ছাঁটাই করা হয়েছে।”

ডন জানায়, ম্যানেজার বলেছেন, কেবল তাদের নিজ নিজ বিভাগের প্রধানদের মাধ্যমে ডাকা স্টাফ সদস্যরা কাজে আসবেন। টারবেলা প্রকল্পের আওয়ামী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসলাম আদিল বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রম আইন অনুসারে ছাঁটাই করা শ্রমিকরা চাকরি হারাননি। তারা পুনরায় কাজ শুরু না করা পর্যন্ত তাদের বেতনের অর্ধেক পাওয়ার অধিকার রাখেন। তিনি বলেন, আশা করি আগামী কিছু দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। কর্মীরা আবার আগের মত কাজে ফিরবেন। অপরদিকে হামলার পর কর্তৃপক্ষ প্রকল্পের নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দিচ্ছে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি