ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

বেলুচিস্তানে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে: জেনেভায় অধিকারকর্মীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ২ এপ্রিল ২০২৪

বেলুচ হিউম্যান রাইটস কাউন্সিলের (বিএইচআরসি) সিনিয়র নেতা, মানবাধিকার কর্মী ও গণমাধ্যমকর্মীরা বেলুচিস্তানে মানবাধিকার পরিস্থিতির গুরুতর অবনতি এবং বেলুচ সম্প্রদায়ের ওপর প্রশাসনের নিপীড়নের অভিযোগ তুলে ধরেছেন জেনেভায়।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৫তম সভার সাইডলাইনে এক ইভেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিএইচআরসির সাধারণ সম্পাদক কাম্বার মালিক বালোচ এএনআইকে বলেন, “আমরা পাকিস্তানের বিভিন্ন নিপীড়িত সম্প্রদায়ের প্রতিনিধিদের একত্র করতে চেয়েছিলাম। পাকিস্তানি কর্তৃপক্ষ মানবাধিকার আইন লঙ্ঘন করছে এবং আমরা ভুক্তভোগীদের অভিজ্ঞতা ও দুর্ভোগে গল্প শুনেছি। আন্তর্জাতিক সমালোচনা ও নিন্দা সত্ত্বেও পাকিস্তান সরকার সম্প্রদায়গুলোর অধিকার লঙ্ঘন করে চলেছে।

বিশেষভাবে বেলুচিস্তানে গুম-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার ঘটনাগুলো উদ্বেগজনকভাবে বেড়েছে।” মালিক বালোচ বলেন, বিএইচআরসি বেলুচিস্তাননের গুম-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের হিসাব রেখেছে। প্রদেশটিতে ৫০৬ জন গুমের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৪৭ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

রাজ্জাক বেলুচ নামে আরেক অধিকার কর্মী এএনআইকে বলেন, “পাকিস্তান একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ এবং বেলুচ জনগণ আর তাদের সঙ্গে থাকতে চায় না। আমরা জাতিসংঘ ও সভ্য বিশ্বকে বলতে চাই, পাকিস্তান একটি 'ব্যর্থ রাষ্ট্র' এবং বেলুচরা আর পাকিস্তানের অধীনে থাকতে চায় না। তাই আমরা পাকিস্তান সেনাবাহিনীকে সেখান থেকে সরিয়ে দিতে চাই। বেলুচিস্তান ছাড়া এত বড় সেনাবাহিনীর খাদ্য সংস্থান করতে পারে না পাকিস্তান। তারা বেঁচে থাকার জন্য আমাদের সোনা ও সম্পদ লুটপাট করতে চায়। সেনাবাহিনী ছাড়া পাকিস্তান নিজেকে টিকিয়ে রাখতে পারবে না।”

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি