ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

করাচিতে ২ মাস ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ৩ এপ্রিল ২০২৪ | আপডেট: ২০:১৩, ৩ এপ্রিল ২০২৪

পাকিস্তানে আত্মঘাতী সন্ত্রাসী হামলায় পাঁচ চীনা নাগরিকের নিহতের ঘটনার কয়েকদিন পরই করাচির দক্ষিণের জেলায় ড্রোন ক্যামেরা ব্যবহারে দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন প্রশাসন।

ড্রোন ক্যামেরাকে ওই এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও চীনা দূতাবাসের জন্য হুমকি হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

জিও নিউজ জানিয়েছে, ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে করাচি প্রশাসন। জেলা জুড়ে ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

করাচি বিভাগের কমিশনার মুহাম্মদ সেলিম রাজপুত শনিবার এক বিজ্ঞপ্তিতে বলেন, “চীনা নাগরিকদের উপর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে চীনা দূতাবাস ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর গুরুতর হুমকি রয়েছে। যে কোনো দুর্ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ।”

করাচির দক্ষিণ জেলায় ড্রোন ক্যামেরার ওপর বিধিনিষেধ আরোপে শীর্ষ কর্মকর্তারা তাদের ক্ষমতার প্রয়োগ করছেন। ড্রোন ক্যামেরা ব্যবহারে বিধিনিষেধ ৩০ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত কার্যকর হবে। এর আগে গত ২৬ মার্চ খাইবার পাখতুনখোওয়ার শাংলা জেলায় চীনা প্রকৌশলীদের একটি বাসে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি গিয়ে ধাক্কা দেয়। এতে পাঁচ চীনা নাগরিকসহ ছয়জনের প্রাণ যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি