ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ৫ এপ্রিল ২০২৪ | আপডেট: ০৯:৩৫, ৬ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০টা ২৩ মিনিটে এ ঘটনা ঘটে। ম্যানহাটনসহ পাঁচটি অঞ্চলজুড়ে ভবনগুলো কেঁপে উঠে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, স্থানীয় সময় সকাল ১০টা ২৩ মিনিটে উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে ভূমিকম্পটি অনুভূত হয়। এর ব্যাপ্তি ছিল ফিলাডেলফিয়া থেকে বোস্টন পর্যন্ত। খবর নিউইয়র্ক টাইমস।

ইউএসজিএসে রিপোর্টে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেবাননে, যা নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। এখানকার বাসিন্দারা ভয় পেয়ে রাস্তায় নেমে আসে। 

নিউইয়র্কের পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শহরজুড়ে সতর্কবার্তা হিসেবে সাইরেনের শব্দ পাওয়া গেছে। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি