ঢাকা, সোমবার   ১৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইসরায়েল পাল্টা হামলা চালালে জবাব দেবে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ১৬ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

পশ্চিমা মিত্রদের আহ্বান উপেক্ষা করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা দেন সেনাপ্রধান হার্জি হালেভি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাহিয়ান বলেছেন, তেহরান উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয়।  কিন্তু ইসরায়েল পাল্টা হামলা চালালে আগের চেয়েও জোরালো জবাব দেবে ইরান। 

এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এড়াতে ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। 

অন্যদিকে হামলার জেরে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। 

ইসরায়েলের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যকে আরেকটি নতুন যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

সিরিয়ার রাজধানীতে তেহরানের কনস্যুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়।

মূলত গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলে রাতারাতি ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। এর বেশিরভাগই ইরানের অভ্যন্তর থেকে নিক্ষেপ করা হয়।

তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি