কাশ্মীরে নৌকাডুবে নিখোঁজ ১৫ জন
প্রকাশিত : ১৫:১৮, ১৬ এপ্রিল ২০২৪
ভারত-শাসিত কাশ্মীরের ঝিলম নদীতে মঙ্গলবার একটি নৌকা ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা নিখোঁজ প্রায় ১৫ জনকে খুঁজে বের করার প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন শিশু, যারা স্কুলে যাওয়ার পথে শ্রীনগর শহরের ঝিলাম নদীতে নৌকা উল্টে যাওয়ায় নিখোঁজ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কাশ্মীরের সিনিয়র এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘দুর্ঘটনার পর প্রায় ১৫ জন নিখোঁজ। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও রয়েছে।’
কাশ্মীরের হিমালয় উপত্যকা জুড়ে কয়েকদিনের বৃষ্টির পর নদীটি ফেঁপে উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পানির প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়।
শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট বিলাল মহিউদ্দিন ভাট এএফপি’কে বলেন, ‘আমাদের উদ্ধারকারী দল সেখানে রয়েছে। ঘটনার বিস্তাারিত জানার চেষ্টা করছি।’
অনেক অফিস কর্মী এবং স্কুলছাত্রীরা রাস্তার যানজট এড়াতে সকালে নৌকা নিয়ে নদী পারাপার হয়ে থাকে। পার্বত্য অঞ্চলের রাস্তায় দুর্ঘটনা সাধারণ ঘটনা কিন্তু যাত্রীবাহী নৌকা বিপর্যয় বিরল।
এএইচ
আরও পড়ুন