ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে ব্লক পার্টিতে বন্দুকধারীর গুলি, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ২১ এপ্রিল ২০২৪ | আপডেট: ১৪:৩৪, ২১ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের মেমফিস নগরীতে শনিবার ব্লক পার্টিতে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মেমফিস পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছে, ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ওই এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে এক্সে দেওয়া বার্তায় পুলিশ বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেনেসির অরেঞ্জ মাউন্ড পার্কের কাছে একটি অননুমোদিত ব্লক পার্টিতে এ গুলির ঘটনা ঘটে। সেখানে প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক অংশ নিয়েছিল।  

যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। ফলে দেশটিতে বন্দুক সহিংসতা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

দেশটিতে গত বছর ৬৫৬টি বন্দুক হামলার ঘটনা ঘটে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি