‘রাষ্ট্রীয় নিপীড়নের’ প্রতিবাদে দক্ষিণ কোরিয়ায় বেলুচদের বিক্ষোভ
প্রকাশিত : ১০:১১, ৫ মে ২০২৪ | আপডেট: ১৭:১০, ৫ মে ২০২৪
বেলুচিস্তানে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ নিপীড়নের অভিযোগ তুলে দক্ষিণ কোরিয়ায় এক বিক্ষোভ থেকে তা বন্ধের দাবি জানিয়েছে বেলুচ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)। দেশটির বুসানের বিফ স্কয়ারে বিক্ষোভ থেকে বেলুচিস্তানের চলমান সংকট সম্পর্কে সচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তারা প্রচারপত্রও বিলি করেছে।
দ্য বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, হাজারো বেলুচ নাগরিকদের গুম বা নিখোঁজ হওয়ার ঘটনা এবং এ সংক্রান্ত থেমে থাকা মামলাগুলোর কারণে বেলুচ সরকারের নিন্দা জানিয়ে বিক্ষোভে ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
প্রতিবাদ বিক্ষোভে তারা পাকিস্তান বিরোধী নানা স্লোগান দেন। গুমের ঘটনায় সরকারের সমালোচনা করে হাজারো নিখোঁজ বেলুচ নাগরিকদের ঘটনা তুলে ধরেন।
বখতাওয়ার বেলুচ নামে এক ব্যক্তি বলেন, ৭৫ ব্ছর ধরে চলে আসা ‘পাকিস্তানি দখলের’ বিরুদ্ধে বেলুচ জনগণ লড়াই করছে। তিনি নারী, ছাত্র, মানবাধিকার কর্মী, সাংবাদিক, নেতা, পণ্ডিত, প্রকৌশলী, ডাক্তার, রাজনৈতিক ও সামাজিক কর্মী এমনকি পশুপালকদেরও পাকিস্তানি বাহিনীর গুম ও ‘গণহত্যার’ অভিযোগ নিয়ে নিন্দা জানান।
বিক্ষোভে দক্ষিণ কোরিয়ার বাসিন্দারা বেলুচদের জন্য সহানুভূতি প্রকাশ করেন এবং বেলুচ জনগণের দুর্দশার আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। হাফসা বেলুচ, সমীর বালোচ এবং আগা ফয়েজ নামে আরো কয়েকজন বিক্ষোভ থেকে পাকিস্তানি রাষ্ট্রীয় নিপীড়নের নিন্দা জানিয়ে বক্তব্য দেন। বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে বিফ স্কয়ারে মিছিল করেন।
আরও পড়ুন