ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হামাসের রকেট হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৬ মে ২০২৪

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে। এ ঘটনায় গাজা সংলগ্ন কেরাম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

সোমবার (৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, দক্ষিণ গাজার রাফাহ ক্রসিংয়ের কাছের একটি এলাকা থেকে ১০টি রকেট হামলা চালায় হামাসের যোদ্ধারা। এতে তিন সেনা নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন আহত হয়েছেন।

আইডিএফ আরও বলেছে, একটি বেসামরিক আশ্রয়কেন্দ্রের প্রায় ৩৫০ মিটার দূরে অবস্থিত একটি স্থাপনা থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে পরে তারা লঞ্চার এবং কাছাকাছি একটি সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে।
 
গাজায় মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রী পৌঁছানোর অন্যতম করিডর এই কেরাম শালোম ক্রসিং। গাজায় সাত মাস ধরে ইসরায়েলি আগ্রাসনের মধ্যে গাজার অসহায় ও দুর্গত মানুষকে খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ মানবিক সহায়তা দেওয়ার জন্যেএই ক্রসিংটি ব্যবহৃত হয়ে আসছিল। 

এটি বন্ধের ফলে গাজার মানবিক সংকট আরও প্রকট হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে, মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে কায়রোতে গত দুই দিন ধরে চলছে আলোচনা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি