ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

হামাসের নৌ কমান্ডার নিহত হওয়ার দাবি ইসরায়েলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ৯ মে ২০২৪

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সাম্প্রতিক বিমান হামলায় গাজায় হামাসের নৌ ইউনিটের কমান্ডার নিহত হয়েছে।

বুধবার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, মোহাম্মদ আহমেদ আলী এক বিমান হামলায় নিহত হন।

আলীকে হত্যার বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হামাস সূত্র জানায়, তিনি হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসাম ব্রিগেডের সদস্য ছিলেন।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে হামলার সময় এবং গত সপ্তাহে মধ্য গাজাসহ গাজা উপত্যকায় যুদ্ধে আইডিএফ (আর্মি) স্থল সেনাদের বিরুদ্ধে আক্রমণের জন্য আলী দায়ী।

যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের সশস্ত্র শাখা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধে লিপ্ত হয়েছে। আল-কাসাম ব্রিগেড নিয়মিতভাবে ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট ছুঁড়তে থাকে।

রোববার কেরেম শালোম ক্রসিংয়ে রকেট হামলার জন্য আল-কাসাম ব্রিগেডকে দায়ী করে বলেছে, এই হামলায় ৪ সেনা নিহত হয়েছে।

হামাস-চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে অন্তত ৩৪ হাজার ৮৪৪ জন নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি