ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪

ভারতে চলন্ত বাসে আগুন লেগে ৯ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ১৮ মে ২০২৪

ভারতের হরিয়ানায় চলন্ত বাসে আগুনে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাশন।

শুক্রবার গভীর রাতে হরিয়ানার একটি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে যাত্রী ছিল ৬০ জন। তাদের বেশিরভাগই ছিল তীর্থযাত্রী। 

তারা উত্তর প্রদশেরে মথুরা ও বৃন্দাবনে র্তীথযাত্রা সেরে বাড়ি ফিরছিলেন। এক মোটরসাইকেল চালক বাসটির পেছনে আগুন দেখে চালককে থামাতে বলেন। ততক্ষণে আগুন ছড়িয়ে পরে পুরো বাসেই। 

তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদের মধ্যে ৬ জনই নারী। সবাই পাঞ্জাবের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত দেড়টার দিকে বাসের পেছনে ধোঁয়ার গন্ধ পান তারা। একজন মোটরসাইকেল আরোহী বাসের পেছনে আগুন দেখতে পেয়ে সেটি অনুসরণ করেন। পরে তিনি বাসে উঠে বাস থামানোর জন্য চালককে সতর্ক করেন।

বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, ‘আমরা ১০ দিনের জন্য তীর্থযাত্রা করতে বাস ভাড়া করেছিলাম। শুক্রবার রাতে আমরা বাড়ি ফিরছিলাম। রাতে ঘুমানোর সময় ধোঁয়ার গন্ধ পেয়েছি। মোটরসাইকেল আরোহী চালককে সতর্ক করার পরে বাসটি থামানো হয়।’

নুহের পুলিশ সুপার নরেন্দর বিজরনিয়া জানিয়েছেন, বাসে আগুন লাগার খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং দমকল বাহিনী। স্থানীয় বাসিন্দাদের সহায়তার এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে এসে যায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি