আকাশে বিমানে তীব্র ঝাঁকুনি: সিঙ্গাপুরে পৌঁছেছেন যাত্রীরা
প্রকাশিত : ২০:০৭, ২২ মে ২০২৪
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৩২১ ফ্লাইটের যাত্রীরা বুধবার (২২ মে) একটি উদ্ধারকারী ফ্লাইটে সিঙ্গাপুরে পৌঁছেছেন। এদের মধ্যে ১৪০ জনের অধিক যাত্রী ও ক্রু ছিলেন।
গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু নিয়ে ছেড়ে আসা ফ্লাইটটি মাঝ আকাশে পরপর কয়েকবার তীব্র ঝাঁকুনির শিকার হয়। তখন পাইলট ঘুরে গিয়ে ব্যাংককের সূবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চায়।
বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি মঙ্গলবার বিকেল ৪টার দিকে সূবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে।
প্রায় তিন মিনিটের মধ্যে ৬০০০ ফুট নিছে নেমে যাওয়ায় এ ঘটনায় ৭৩ বছর বয়সী এক বৃটিশ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এবং ৩০ জন আহত হন।
জাফরান আজমীর (২৮) নামক এক মালয়েশিয়ান ছাত্র সিঙ্গাপুরে পৌঁছে রয়টার্সকে বলেন, 'আমি করিডোরের ওপাশ থেকে দেখছিলাম মানুষ এপাশ-ওপাশ হয়ে যাচ্ছে, সিলিংয়ের সাথে ধাক্কা খাচ্ছে এবং তাদের শরীরে মারাত্মক আঘাত লাগছে।'
সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিইও গোহ চুন ফং সামাজিক যোগযোগ মাধ্যমে এক ভিডিওতে বলেন, 'ফ্লাইটের প্রত্যেকে যে মর্মান্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে আমরা তার জন্য খুবই দুঃখিত।
তিনি আরও বলেন, 'আমরা প্রয়োজনীয় সহায়তা করছি এবং ঘটনার তদন্তে সহযোগিতা করব।'
কেআই//
আরও পড়ুন