রাফাতে ইসরাইলের সামরিক অভিযান নিয়ে `গভীর উদ্বেগ` প্রকাশ চীনের
প্রকাশিত : ১৭:৪৫, ২৮ মে ২০২৪
চীন মঙ্গলবার রাফাতে ইসরাইলের সামরিক অভিযানের বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। সেখানে একটি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৪৫ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, রাফাতে ইসরাইলের চলমান সামরিক অভিযানের বিষয়ে চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরাইলের অভিযানের বিষয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রোববার রাতে হামাসের দুই সিনিয়র সদস্যকে লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় ৪৫ জন নিহত হয়।
সেখানে এ হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। ফিলিস্তিন এবং অনেক আরব দেশ একে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে। এদিকে ইসরাইল বলেছে, তারা এ ‘মর্মান্তিক দুর্ঘটনা’ খতিয়ে দেখছে।
মঙ্গলবার বেইজিং ‘সকল পক্ষকে বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা রক্ষা করার’ আহ্বান জানিয়েছে।
তারা আরও বলেছে, বেইজিং ‘ইসরাইলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আবেদন শোনার এবং রাফাতে তাদের হামলা বন্ধ করার জোরালোভাবে আহ্বান জানিয়েছে।’
গত বছরের অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে বেইজিং।
কেআই//
আরও পড়ুন