ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

রাখাইনে ব্যাপক ধড়পাকড় চালাচ্ছে জান্তাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৩০ মে ২০২৪

পরাজয় নিশ্চিত জেনে মিয়ানমারের রাখাইনে ব্যাপক ধড়পাকড় চালাচ্ছে জান্তাবাহিনী। গেল দু’মাসে আটক হয়েছে ৪ শতাধিক মানুষ।

রাখাইনে বর্তমানে ১৭টি শহরের মধ্যে ৯টি শহরই বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির দখলে। এসব শহরের সবকটিই উত্তরে অবস্থিত। একমাত্র সিত্তে শহরটি এখনও জান্তাবাহিনীর নিয়ন্ত্রণে। 

বিদ্রোহীদের হাত থেকে বাঁচতে সিত্তের সঙ্গে স্থল ও জলপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে জান্তাবাহিনী। একইসঙ্গে আরাকান আর্মির সাথে সম্পর্ক রয়েছে এমন লোকজনদের আটক করছে তারা। 

স্থানীয়রা জানান, এপ্রিল থেকে সিত্তের নন-রেজিস্টার্ড বাসিন্দাদের আটক শুরু করে জান্তাবাহিনী। গেল ২ মাসে এ পর্যন্ত ৪শ' মানুষকে আটক করেছে বলে জানা গেছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি