ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধর্মাবমাননার অভিযোগে মারধর, আটদিন পর মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ৭ জুন ২০২৪

Ekushey Television Ltd.

পাকিস্তানের রাওয়ালপিন্ডির সারোগোদা এলাকায় ধর্মাবমাননার অভিযোগে মারধরের শিকার এক খ্রিস্টান ব্যক্তি মারা গেছেন। হাসপাতালে আটদিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার রাতে তার মৃত্যু হয় বলে ডন জানিয়েছে।

৭০ বছর বয়সী নাজির মাসি সারোগোদারে মুজাহিদ কলোনিতে স্থানীয় জনতার হাতে ব্যাপক মারধরের শিকার ও মাথায় আঘাত পেয়েছিলেন গত ২৫ মে। কোরআন অবমাননার অভিযোগে তিনি হামলার শিকার হন।

পুলিশ জানায়, ঘটনার সময় তারা মাসিসহ দুটি খ্রিস্টান পরিবারকে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে উদ্ধার করে। তাদের পিটিয়ে হত্যা করতে চেয়েছিল বিক্ষুব্ধরা। এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের আরও কিছু সদস্যের বাড়িতে ঢুকতে চেয়েছিল।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডনকে বলেন, মাসিহকে উদ্ধার করে  রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে পাঠানো হয়েছিল।  সেখানে তার  দুইবার অস্ত্রোপচার করা হয়ে। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

পরে তার পরিবার মরদেহ মুজাহিদ কলোনীতে নিয়ে যায়। সোমবার পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার বাড়ি পাহারা দেওয়ার জন্যেও পুলিশ মোতায়েন করা হয়।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি