ফিলিস্তিনিদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের
প্রকাশিত : ১২:২৪, ১২ জুন ২০২৪
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ফিলিস্তিনীদের জন্যে নতুন সহায়তার কথা ঘোষণা করেছেন। এর পরিমাণ ৪০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
মঙ্গলবার জর্ডানে জরুরি ত্রাণ সম্মেলনে সহায়তার এই ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচকসহ অন্য দেশগুলোকেও গাজার মানবিক সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্লিঙ্কেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসেব মতে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র গাজা ও পশ্চিমতীরের ফিলিস্তিনীদের জন্যে মোট ৬৭ কোটি ৪০ লাখ ডলার সহায়তা দিয়েছে।
কিন্তু জতিসংঘের আবেদনে ফিলিস্তিনীদের জন্যে কেবলমাত্র এক তৃতীয়াংশ তহবিল পাওয়া গেছে, যেখানে ঘাটতির পরিমাণ ২শ’ ৩০ কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করেন ব্লিঙ্কেন।
তিনি বলেন, কেউ কেউ গাজায় ফিলিস্তিনীদের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদের মধ্যে অনেক দেশ রয়েছে যাদের দেয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু তারা হয় সামান্য দিয়েছে কিংবা কেউ কিছুই দেয়নি।
এদিকে, গাজায় এসব সহায়তা কীভাবে দেয়া হবে সে সম্পর্কে ব্লিঙ্কেন স্পষ্ট করে কিছু বলেননি।
তবে ফিলিস্তিনীদের জন্যে বৃহৎ দাতা দেশ যুক্তরাষ্ট্র সাধারণত এ ক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বেসরকারি ত্রাণ গ্রুপগুলোর ওপর নির্ভর করে।
এএইচ
আরও পড়ুন