ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আহমেদিয়ার দুই ব্যক্তিকে হত্যায় গ্রেপ্তার ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ১৫ জুন ২০২৪

পাকিস্তানের পাঞ্জাবে পৃথক হামলায় আহমেদিয়া সম্প্রদায়ের দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মান্দি বাহাউদ্দীন জেলার পুলিশ প্রধান ঘুলাম মহিউদ্দিন জানান, কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ব্যক্তিকে গুলি করে হত্যার একদিন পর গত রোববার সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ও তিনি জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে করা মামলা হত্যার অভিযোগ আনা হয়েছে।

আরব নিউজ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

পাঞ্জাবের আহমেদিয়া সম্প্রদায়ের মুখপাত্র এক বিবৃতিতে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, হামলাকারী একজন শিক্ষার্থী। আহমেদিয়া সম্প্রদায়কে মুছে ফেলতে তাতের বিরুদ্ধে ক্যাম্পেইন চালানো হচ্ছে।

হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, আক্রমণকারীদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না।
পাকিস্তানের পার্লামেন্ট ১৯৭৪ সালে আহমেদিয়াদের অমুসলিম ঘোষণা করে।  দশকের পর দশক ধরে তাদের ওপর বিভিন্ন সময় আক্রমণ চালানো হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি