ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৮ জুন ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ের থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২৮ জুন) ভোররাতে ভারতের কর্নাটকে পুণে–বেঙ্গালুরু জাতীয় সড়কে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার।

জানা গেছে, শুক্রবার ভোররাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ের থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালে আরও দুই জন মারা যান।

দুর্ঘটনাকবলিত বাসটিতে ১৭ জন যাত্রী ছিলেন। কর্নাটকের বেলগাবী জেলায় তীর্থযাত্রায় গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আহত চার জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তীর্থযাত্রীদের নিয়ে বেলগাবী থেকে শিবমোগ্গার দিকে যাচ্ছিল বাসটি। যাত্রীরা সবাই শিবমোগ্গার বাসিন্দা। পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময়ে গুণ্ডেনহল্লি ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর তিনটা ৪৫ মিনিট নাগাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকে ধাক্কা মারে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে তারা মনে করছে, সারা রাত গাড়ি চালিয়ে সকালের দিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন চালক। ভোরবেলা স্টিয়ারিংয়ে হাত রেখেই সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি