ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু
প্রকাশিত : ১৫:১৬, ৩০ জুন ২০২৪
ফ্রান্সে পার্লামেন্টের আগাম নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ রোববার শুরু হয়েছে।
স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরআগে শুক্রবার মধ্যরাতে টানা তিন-সপ্তাহের প্রচার শেষ হয়।
ফ্রান্স পার্লামেন্টের ন্যাশনাল অ্যাসেম্বলির ৫৭৭টি আসনের জন্য দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে। এক সপ্তাহ পর আগামী ৭ জুলাই দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে।
দেশটিতে এবারে মোট ভোটারের সংখ্যা প্রায় ৪ কোটি ৯০ লাখ।
বিভিন্ন জরিপে দেখা গেছে, এবার অতি ডানপন্থি রাজনীতিবিদ মেরিন লে পেন এবং জর্ডান বারডেলার দল ন্যাশনাল র্যালি (আরএন) বেশ এগিয়ে রয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনেও ফ্রান্সে জয়ী হয়েছে মেরিন ও জর্ডানের দল আরএন।
দেশটির ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে এবার অর্ধেকের বেশি আসন হারাতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এএইচ
আরও পড়ুন