যুদ্ধ বন্ধে হামাসের নতুন মত, মূল্যায়ন করছে ইসরায়েল
প্রকাশিত : ১৪:২৮, ৪ জুলাই ২০২৪
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা ইসরায়েলের সাথে প্রায় নয় মাসের গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে কাতারি মধ্যস্থতাকারীদের কাছে নতুন ‘আইডিয়া’ পাঠিয়েছে। ইসরায়েল নিশ্চিত করেছে, হামাসের ‘মতামত’ তারা মূল্যায়ন করছে এবং এর জবাব দেবে।
বুধবার সন্ধ্যায় হামাস বলেছে, তারা সংঘর্ষের অবসানের লক্ষ্যে কাতার, মিশর এবং তুরস্কের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে তাদের এই আলোচনা।
বিবৃতিতে হামাস বলেছে, ‘তুরস্কে আন্দোলনের প্রধান এবং কর্মকর্তাদের মধ্যেও যোগাযোগ হয়েছিল। কাতার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং মধ্যস্থতা প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় এবং মোসাদ গোয়েন্দা সংস্থা প্রায় সরাসরি নতুন পদ্ধতির বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘জিম্মি চুক্তির মধ্যস্থতাকারীরা আলোচনাকারী দলকে জিম্মি চুক্তির রূপরেখা সম্পর্কে হামাসের মন্তব্য জানিয়ে দিয়েছে। ইসরায়েল মন্তব্যটি মূল্যায়ন করছে এবং মধ্যস্থতাকারীদের কাছে তার জবাব জানাবে।’
আলোচনার বিষয়ে অবহিত একটি সূত্রের মতে, ‘কাতারের আলোচকরা যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে। অবশিষ্ট ফাঁকগুলো পূরণ করার প্রয়াসে গত কয়েক সপ্তাহ ধরে হামাস এবং ইসরায়েলের সাথে জড়িত রয়েছে।’
গাজায় মৃতের সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে। অতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত একটি রোডম্যাপের ভিত্তিতে উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে।
হামাস গাজা থেকে ইসরায়েলি সেনাদের ‘স্থায়ী যুদ্ধবিরতি এবং সম্পূর্ণ প্রত্যাহারের’ দাবি জানিয়েছে।
ইসরায়েল বলছে, ৭ অক্টোবরের হামলার সময় হামাস জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত শত্রুতার কোনো শেষ নেই। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত ইসরায়েলের গাজা অভিযান বন্ধ হবে না।
হামাস পরিচালিত ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালযের পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে ৩৭,৯৫৩ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আন্তর্জাতিক সমালোচনার শীর্ষে থাকা নেতানিয়াহু অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য তীব্র অভ্যন্তরীণ চাপের মুখোমুখি। সেইসাথে লেবাননের ফ্রন্টে হিজবুল্লাহর সাথে সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। তবে তিনি বলেছেন, হামাসের ওপর চাপ সৃষ্টির সর্বোত্তম উপায় হচ্ছে সামরিক পদক্ষেপ।
‘নিউইয়র্ক টাইমস’ এই সপ্তাহে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, শীর্ষ জেনারেলরা যুদ্ধবিরতিকে অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য সর্বোত্তম উপায় হিসাবে দেখেন, এমনকি ইসরায়েলের যুদ্ধের লক্ষ্যগুলো পূরণ না হলেও।
নেতানিয়াহু প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ইসরায়েল ‘পরাজয়ের হাওয়ায়’ নতি স্বীকার করবে না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।
এএইচ
আরও পড়ুন