ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ক্যালিফোর্ণিয়ায় দাবনল, হাজার হাজার লোককে সরে যাওয়ার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ৪ জুলাই ২০২৪

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্ণিয়ার উত্তরাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তাই হাজার হাজার লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে রেকর্ড ভাঙা ও বিপজ্জনক তাপপ্রবাহের কারণে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার কাজ জটিল হয়ে পড়েছে।
ওরোভিলের বাইরে মঙ্গলবার আগুনের সূত্রপাত হওয়ার পর থেকে ৩,৫০০ একরেরও বেশি এলাকা পুড়ে গেছে।

রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোর কাছের শহর প্যারাডাইজ থেকে ২৩ ম্ইাল দূরে ওরোভিল অবস্থিত। প্যারাডাইজে ২০১৮ সালে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। ক্যালিফোর্ণিয়ার ইতিহাসে যা ছিল সবচেয়ে ভয়াবহ। ওই দাবানলে ৮৫ জন প্রাণ হারিয়েছিল।

স্থানীয় এনবিসি অনুমোদিত কেসিআরএ’র খবরে বলা হয়েছে, বুধবার ওই এলাকার ২৫ হাজারেরও বেশি লোককে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কিছু সদস্য আহত হয়েছে। তবে তা মারাত্মক নয়।

সূত্র: বাসস

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি