ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনের খারকিভ অঞ্চলে মাইন বিস্ফোরণে ৫ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ৮ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ এলাকায় রাশিয়ার পেতে রাখা একটি মাইনের আঘাতে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। তারা গাড়িতে করে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সোমবার গভর্নর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র। 

গভর্নর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘একটি গাড়ি শত্রু পক্ষের পেতে রাখা মাইনের উপর দিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরণে ৫৩ বছর বয়সী এক পুরুষ, ৬৪ বছর বয়সী এক মহিলা, ২৫ বছর বয়সী আরেক মহিলা, পাঁচ বছর বয়সী এক ছেলে এবং তিন মাস বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে।’

রাশিয়া বাহিনীকে খারকিভ শহর লক্ষ্যকরে বারবার হামলা চালাতে দেখা যায়। তারা গত ১০ মে এ অঞ্চলে বড় ধরনের স্থল হামলা চালিয়েছিল।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি