ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ১২ জুলাই ২০২৪

মস্কোর কাছে একটি বনাঞ্চলে শুক্রবার তিন ক্রুকে নিয়ে একটি রুশ আঞ্চলিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আরোহী সবাই নিহত হয়েছেন। রুশ সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার তৈরি সুপারজেট-১০০ বিমানটি নির্ধারিত মেরামতের পর পরীক্ষামূলক ফ্লাইটে ছিল।

এটি উড্ডয়নের এক ঘণ্টার কিছু বেশি সময় পর বিধ্বস্ত হয়। জরুরি পরিষেবাগুলোর উদ্ধৃত দিয়ে সংস্থাটি বলেছে, ‘প্রাথমিক তথ্য অনুসারে, তিনজন পাইলট নিহত হয়েছেন। বিমানে থাকা সকবাই।’ 

এ ছাড়া বিমানটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরের দিকে যাচ্ছিল বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। 

বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, বিমানটি রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কোলোমেনস্কি জেলার একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধূসর ধোঁয়া উঠতে দেখা যায়।

এদিকে দুর্ঘটনার পর রুশ তদন্তকারীরা একটি অপরাধমূলক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রিয়া।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি